আজকাল ওয়েবডেস্ক: ভারতের ৪৭১ রানের জবাবে দ্বিতীয় দিনের শেষে ইংল্যান্ড করল ৩ উইকেটে ২০৯ রান। সেঞ্চুরি হাঁকালেন ওলি পোপ। ১০০ রানে অপরাজিত তিনি। পোপের সঙ্গে ক্রিজে রয়েছেন হ্যারি ব্রুক। এখনও খাতা খোলেননি তিনি। কপাল ভাল ব্রুকের। বুমরাহর বলে আউট হলেও নো বল করায় জীবন ফিরে পান তিনি। ইংল্যান্ড পিছিয়ে ২৬২ রানে।
৯টি টেস্টের মধ্যে পাঁচবার বুমরাহর শিকার পোপ। এবার তিনি বুমরাহকে সামলানোর পরিকল্পনা করে টেস্ট সিরিজে খেলতে নেমেছেন। তার প্রমাণ পাওয়া গেল লিডস টেস্টের দ্বিতীয় দিনে। জাক ক্রলি (৪) ও বেন ডাকেটকে (৬২) 'বুম বুম' বুমরাহ ফিরিয়ে দিলেও পোপ দমে যাওয়ার বান্দা নন। সেঞ্চুরি করলেন তিনি। ভারতের বিরুদ্ধে এটা তাঁর দ্বিতীয় শতরান। মোট ৯টি।
শেষবেলায় রুটকে ফেরালেন বুমরাহ। রুটকে (২৮) ফিরিয়ে জোর ধাক্কা দিলেন তিনি। ইংল্যান্ডের ইনিংসের তিনটি উইকেটই নেন বুমরাহ। তিনি ছাড়া বাকিরা সেভাবে আর ছাপ ফেলতে পারলেন কোথায়!
এর আগে পাঁচশোর আগেই থেমে যায় ভারত। ৪৭১ রানে শেষ ভারতের প্রথম ইনিংস। তিন ভারতীয় তারকা সেঞ্চুরি হাঁকান লিডসে। যশস্বী জয়সওয়াল (১০১), শুভমান গিলের (১৪৭) পর ঋষভ পন্থও (১৩৪) সেঞ্চুরি করেন। কিন্তু তার পরে বাকিরা রান না পাওয়ায় ভারতের প্রথম ইনিংস শেষ হয়ে যায় ৪৭১ রানে। ইংল্যান্ড বোলারদের মধ্যে জশ টং ৮৬ রানে ৪টি উইকেট নেন। বেন স্টোকসও ৪টি উইকেট নেন।
একসময়ে মনে হচ্ছিল ভারতীয় দল পাঁচশোর বেশি রান করবে প্রথম ইনিংসে। কিন্তু পাঁচশোর গণ্ডিতে পৌঁছতে পারল না ভারত। প্রথম দিনের শেষে ভারত করেছিল ৩ উইকেটের বিনিময়ে ৩৫৯ রান। গিল অপরাজিত ছিলেন ১২৭ রানে। সঙ্গী ছিলেন পন্থ (৬৫)। এদিন গিল ফিরে যান ১৪৭ রানে। অন্যদিকে পন্থ তাণ্ডব চালান।
ইংল্যান্ডের সঙ্গে প্রেমপর্ব অব্যাহত ঋষভ পন্থের। আরও একবার ব্যাট হাতে নিজের জাত চেনালেন। লিডসে দ্বিতীয় দিন টেস্টে নিজের সপ্তম শতরান করলেন ভারতীয় উইকেটকিপার ব্যাটার। ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ। আধুনিক টেস্ট ব্যাটারদের মধ্যে অন্যতম সেরাদের তালিকায় প্রবেশ করলেন। ১৪৬ বলে শতরানে পৌঁছে যান। ইংল্যান্ডের মাটিতে তৃতীয় টেস্ট শতরান। এর আগে ২০১৮ সালে ওভালে ১১৪ রান করেন। ২০২২ সালে এজবাস্টনে ১৪৬ রান করেন। ইংল্যান্ডের বিরুদ্ধে আরও একটি সেঞ্চুরি রয়েছে পন্থের। তবে সেটা ২০২১ সালে আহমেদাবাদে। ১০১ রান করেন বাঁ হাতি। এদিন ১৩৪ রানে থামতে হয় পন্থকে। তাঁর ইনিংসে সাজানো ছিল ১২টি চার ও ৬টি ছক্কা।
লিডসের শতরান তাঁর কেরিয়ারের মন্থরতম টেস্ট শতরান। তিন অক্ষরের ম্যাজিক নম্বরে পৌঁছতে মারকুটে ব্যাটার ১৪৬ বল নেন। মহেন্দ্র সিং ধোনিকে পেরিয়ে যাওয়ার হাতছানি ছিল। শেষমেষ গুরুকে পেছনে ফেলে এগিয়ে গেলেন শিষ্য। ভারতীয় উইকেটকিপার হিসেবে সবচেয়ে বেশি শতরান। পন্থের শতরানের সংখ্যা সাত, সেখানে ধোনির ছয়।
অন্যদিকে গিলের ইনিংসে ছিল ১৯টি চার ও একটি ছয়। যশস্বী, গিল ও পন্থ --এই ত্রয়ী সেঞ্চুরি করলেও ভারতের বাকিরা রানই পাননি। করুণ নায়ার ৩০১১ দিন পরে ফিরে টিকলেন মাত্র ৪ বল। খাতাই খুলতে পারলেন না। বাকিরাও এলেন আর গেলেন।
